প্রকাশিত: Mon, Dec 25, 2023 7:34 PM
আপডেট: Tue, Jul 1, 2025 11:30 PM

[১]কোনো শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না: এমপি নিক্সন চৌধুরী

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর): [২] ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনী জনসভায় বলেছেন, চাচা আমার ফুফু নৌকা আপনাকে দেয়, কিন্ত বৈঠা আমাকে দেয়, সেই বৈইটা দিয়ে কলা গাছের ভেলা বানাইয়া নদী পার হই। আপনি কিন্তু নৌকা দিয়ে নদী পার হইতে পারেন না। আমি একবার আনারস, একবার সিংহ, এইবার ঈগল পাখি মার্কায় এক লক্ষ ভোটের ব্যবধানে বিজয় হবো ইনশাল্লাহ। 

[৩] রবিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার মানিকদা ইউনিয়নের ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। [৪] তিনি আরো বলেন, কোন শক্তিই আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিগত ১০ বছর আমি জনগণের উন্নয়ন ও মূল্যায়ন প্রতিষ্ঠা করেছি। আমি জনগণের ছিলাম আছি এবং থাকবো । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ তারিখে আমার প্রতীক ঈগল মার্কায় আপনারা ভোট দিবেন। আপনারা মাত্র আগামী ১০ দিন আমার জন্য আপনারা মাঠে কাজ করবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাবেন।  [৫] এমপি নিক্সন চৌধুরী আরো বলেন, চাচা কয় খেলা হবে, চাচা আপনি দশ দিন পর এলাকায় আসছেন, কি খেলবেন। আপনি [৬] ফরিদপুরের (এসপি) পুলিশ সুপারকে বলেন, ডিসিকে বলেন, ওসিকে বলেন, যে তারা আমার কথা শোনে না, আপনার কথা কি শুনবে ? তারা তাদের নিয়মই চলবে, অন্যায় আবদার করলেতো তারা শুনবেই না। চাচা আপনি মানুষের বিপদে-আপদে আসবেন না, করো না সময় আসবেন ন, ভোটের আগে আইসা বলবেন নৌকা নৌক, জনগণের সাথে মিশবেন না কিন্তু জনগণ আপনাকে ভোট দিবে, ভোট আপনার গিজগিজ করে,  গিজগিজ করে, গিজগিজ করে। আমি জনগণের সাথে সবসময় ছিলাম, আছি থাকব।ইনশাআল্লাহ এইবার ঈগল মার্কায় ১ লক্ষ ভোটের ব্যবধানে বিজয় হব। [৭] মানিকদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ বাচ্চুমিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ ইসাহাক মোল্লা, আ-লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, জেলা পরিষদের সদস্য মোঃ আশিক ইকবাল স্বপন, আক্কাস মাতব্বর ও রুহুল আমিন মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন নেতাকর্মীরা।